সদ্যোজাত পুত্র ও কন্যা সন্তানের অভিভাবকদের চারাগাছ বিতরণ। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের শিলদা গ্ৰাম পঞ্চায়েত অফিসের কার্যালয়ে, শিলদা রেঞ্জ অফিসের পক্ষথেকে এলাকার সদ্যোজাত পুত্র ও কন্যা সন্তানের অভিভাবকদের এদিন চারাগাছ বিতরণ করা হয়। জানা গেছে এই চারা গাছ বিচরণের মধ্যদিয়ে একদিকে পরিবেশ রক্ষা এবং ভবিষ্যতে এককালীন অর্থের যোগান দুটোই সাহায্য করবে সদ্যোজাত কে দেওয়া এই গাছের চারা।