টাকার বিনিময়ে মিলবে সরকারি পরিষেবা। জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট পেতে দিতে হচ্ছে ২০০ টাকা। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিতে গেলে ২০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। বুধবার বিকেলে জানা গিয়েছে, ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের প্রধান শরিফা বিবি কংগ্রেস ছেড়েসম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।