অবশেষে শালী নদীর ভৈরব ডাঙ্গা ঘটে উদ্ধার হলো নিখোঁজ বছর বত্রিশ কাঞ্চন রায় মৃতদেহ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার থেকে আমথিয়া গ্রামের এই যুবক নিখোঁজ ছিলেন বলে জানা যায়। আজ ভোরে বেলায় ভৈরব ডাঙ্গা ঘাট থেকে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন। সেখান থেকে উদ্ধার করে তার নিথর দেহ বেলিয়াতোর স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়।