আসানসোলের বস্তিন বাজারে শর্ট সার্কিটে বিদ্যুতের খুঁটিতে আগুন, শুরু রাজনৈতিক তরজা আসানসোল পৌর নিগমের ৪৪নং ওয়ার্ডের বস্তিন বাজারে আজ বিকাল ৪টায় শর্ট সার্কিটে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে ৪৪নং ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পৌর নিগমের চিয়ারম্যান অমরনাথ চেটার্জি। তিনি বলেন লোকাল লোককে বুঝতে হবে পয়সাটা সব নয়। মানুষের জীবনটায় সব, জীবন থাকলে পয়সা রোজগার করা যাবে। রাস্তা ছেঁড়ে দোকান করত