রবিবার সকালে খাল থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোঘাটের মান্দারণে।জানা গেছে,সকালে মান্দারণ পাকারপোল এলাকায় খালে জাল রাখতে গিয়ে এক ব্যক্তি মৃতদেহটি জলে ভেসে আসতে দেখে।খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ জড়ো হয় সেখানে।পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।স্থানীয়দের দাবি,মৃতদেহটি এলাকার কারও নয়।দেহটি যেভাবে পচন ধরেছে এবং ফুলেফেঁপে উঠেছে তাতে করে স্থানীয়রা অনুমান করছেন দেহটি তিন চার দিন ধরে জলে পড়ে রয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।