বৃহস্পতিবার গভীর রাত থেকে প্রবল বৃষ্টি জেরে জলমগ্ন হয়ে গেল পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালের ওয়ার্ড থেকে শুরু করে সমস্ত বিভাগে জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে বৃষ্টি বন্ধ হওয়ায় জল কিছুটা কমলেও। হাসপাতাল চত্বরে জমা জলের ওপর দিয়েই হাসপাতালে প্রবেশ করছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে সকলকে।