বৃষ্টিকে উপেক্ষা করেই নিরঞ্জনের পথে দেবীমূর্তি। একটানা বৃষ্টির জেরে রবিবার আনুমানিক রাত ৯টা নাগাদ এমনই বিরল দৃশ্য চাক্ষুষ করলেন মঙ্গলকোটের নতুনহাটের বাসিন্দারা। জানা গিয়েছে, বৃষ্টির হাত থেকে সুরক্ষিত রাখতে নতুনহাটের দত্ত বাড়ির দেবী প্রতিমাকে প্লাস্টিকে মুড়ে দেওয়া হয়। আর ছাতা মাথায় দিয়েই নিরঞ্জনের পথে হাঁটেন দর্শনার্থীরা। অবশেষে পুলিশি তৎপরতায় নির্বিঘ্নে দেবী প্রতিমাকে বিসর্জন করা হয়।