গতকাল পাঁশকুড়া মাগরিই জগন্নাথ উপস্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্য কর্মী সুস্মিতা সামন্ত দাস শ্যামচক স্টেশনে এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় |হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এটি খুবই মর্মান্তিক ঘটনা তবে কর্তৃপক্ষের বিরুদ্ধে ওনার কিছু অভিযোগ ছিল কিনা জানা নেই ওনাকে কখনো কাজের চাপ দেয়া হতো না, হেল্প করার জন্য একজনকে দেওয়া হয়েছিল উনি হয়তো মেন্টাল ডিপ্রেশনে ছিলেন আমরা বুঝতে পারিনি। ঘটনাটি মর্মান্তিক আমরা তদন্ত করছি |