পরীক্ষার কারণে আগামীকাল থেকে বন্ধ হচ্ছেনা বাস।সোমবার বৈঠকের পরে অবশ্যই আরামবাগ মহকুমা জুড়ে বন্ধ হবে বাস পরিষেবা,বুধবার সন্ধ্যায় এমনটাই জানালেন আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য।জানা গেছে,রামকৃষ্ণ সেতুর একাংশ ভাঙার জন্য বন্ধ বাস চলাচল,মধুমিতা দেবীর দাবি,সে কারণে বাস মালিকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।বারবার প্রশাসনের সাথে বৈঠক করেও সমাধন হয়নি বলে অভিযোগ।তাই এই সিদ্ধান্ত বলে দাবি।