আসামের এক যুবক পায়ে হেঁটে ভারত ভ্রমণ বেরিয়ে আজ পৌঁছালো ৫১ পীঠের এক সতীপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দিরে, আজ বুধবার সকাল ১০টা নাগাদ ৫১ পীঠের ১ সতীপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দিরে এসে পৌঁছালো আসামের এক যুবক।আসামের যুবক পল্লব দেব গত ৫ই মে পায়ে হেঁটে আসামের শ্রীভূমি থেকে বেরিয়েছে ভারত ভ্রমণের উদ্দেশ্যে, যুব সমাজের প্রতি তার বার্তা মাধক সেবনে আসক্ত না হওয়ার, মাদক সেবনের ক্ষতিকারক দিক এবং এর বিরুদ্ধে অভিযান চালিয়েই ভারতের যুব সমাজকে সচেতন করতে তার এই ভারত ভ্রমণ ।