দুইদিন ধরে টানা বৃষ্টিপাতের পর ড্রেনের জল ছাপিয়ে পড়ছে রাস্তার উপর সেই জল আবার বিভিন্ন ঘর সহ ঢুকছে দোকানে। শুক্রবার সকালে সেই চিত্র লক্ষ্য করা গেল বীরভূমের ময়ূরেশ্বর বাজার এলাকায়। উল্লেখ্য বৃহস্পতি ও শুক্র বার দুই দিনব্যাপী টানা বৃষ্টিপাতের জেরে শুক্রবার সকাল থেকে ময়ূরেশ্বরের বিভিন্ন ড্রেনের জল উপচে পড়ছে রাস্তার উপর। আর সেই জল ডুবছে দোকান সহ বিভিন্ন বাড়িতে যার ফলে একরকম ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হয়েছে ময়ূরেশ্বর বাজার এলাকা।