৯ বছর পর শুরু হলো এসএসসি। করা নিরাপত্তা মেখলিগঞ্জে। এসএসসি নিয়ে নানা টালবাহানা কাটিয়ে শুরু হলো নবম -দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা। সূত্রের খবর মেখলিগঞ্জ ব্লকে দুটি কেন্দ্রে রবিবার দুপুর ১২টা থেকে পরীক্ষা গ্রহন শুরু হবে। পরীক্ষাকে ঘিরে এদিন সকাল থেকেই কঠোর নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে পরীক্ষার সেন্টার দুটি। মেখলিগঞ্জ শহরের মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি চ্যাংড়াবান্ধা হাইস্কুলেও রয়েছে পরীক্ষার কেন্দ্র।