INTTUC অনুমোদিত টোটো চালক সংগঠনের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো টাকাগাছ এলাকায়,উপস্থিত INTTUC জেলা সভাপতি। এদিন কুচবিহার 2নং ব্লকের অন্তর্গত টাকাগাছ রাজারহাট অঞ্চলের টোটো চালকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় INTTUC এর।টাকাগাছ ক্লাব সংলগ্ন এলাকায় এই বৈঠকে উপস্থিত ছিলেন INTTUC কোচবিহার জেলা সভাপতি রাজেন্দ্র কুমার বৈধ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সম্প্রতি জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।