বিশালগড় জাঙ্গালিয়া মন্দির সহ একাধিক স্থানে চুরির ঘটনায় গ্রেপ্তার কুখ্যাত চোর।বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় গত ৭ই সেপ্টেম্বর গভীর রাতে কালী মন্দির, শনি মন্দির সহ এলাকার এক অসহায় মহিলার বাড়িতে হানাতে চোরের দল। কালীমন্দিরে হানা দিয়ে কালী মায়ের শরীরের সমস্ত স্বর্ণালংকার, শনি মন্দিরে হানা দিয়ে সমস্ত আসবাব পত্র পাশাপাশি এলাকার এক অসহায় মহিলার ঘরে হানা দেয়