মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম রেজিনা বিবি (৩৩) মৃতের পরিবার সূত্রে জানাগেছে গত শুক্রবার বাড়িতে রান্না করার সময় একটি মাটির দেওয়াল তার ওপর চাপা পড়ে যায় ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে প্রথমে সালার হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা তাকে BMCHএ রেফার করে এবং পরিবারের লোকজন তাকে Bmch এ নিয়ে চলে আসে। চিকিৎসা চলাকালীন আজ রবিবার বেলা ১১টায় তার মৃত্যু হয়।