কেশরপুর কলোনী এলাকা জুড়ে তীব্র নদী ভাঙ্গন এবং গঙ্গা নদীর জল ঢুকে গোটা গ্রাম আগে প্লাবিত করেছে। যার ফলে গ্রামের বাসিন্দারা সবকিছু ছেড়ে বাঁধের উপরে আশ্রয় নিয়েছে। কিন্তু সেই বাঁধের এখন ভাঙ্গন শুরু হয় আতঙ্কে মানুষ। কয়েকশো পরিবার বাঁধের উপরে বসবাস করছে আর সেই বাঁধ ভেঙে গেলে এই সমস্ত পরিবার যে চরম বিপদ হবে এবং গোটা ভুতনি প্লাবিত হবে এমনটাই বলছেন স্থানীয়রা। বাঁধের অংশে তীব্র ভাঙ্গন হচ্ছে আর গোটা পরিস্থিতিতে বাঁধে বসবাস করে পরিবারগুলোর বিপদজনক বাড়ছে।