ক্রান্তি ব্লকের সাহেববাড়ি ও পশ্চিম দলাইগাওতে ফের তিস্তা নদীর জল ঢুকে পড়ল। জলমগ্ন হয়ে গেল ৭৮টি বাড়ি।উল্লেখ্য বেশ কয়েকদিন আগেই তিস্তার জল কমে গিয়ে প্রায় সকলেই বাধ থেকে নিজের বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু এদিন বিকেল থেকে ফের জল ঢুকে পড়া শুরু করলে ফের বাসিন্দারা বাধে গিয়ে আশ্রয় নেয়।এলাকার চেংমারি গ্রামপঞ্চায়েত এর প্রধান আব্দুল সামাদ বলেন, আমরা বন্যাদুর্গত পরিবারের পাশে আছি।তাদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।