আগামী ২২শে সেপ্টেম্বর তপন ADA অফিসে ডেপুটেশন কর্মসূচিকে সামনে রেখে প্রচার ও সদস্য সংগ্রহ অভিযান করল সারা ভারত কৃষক সভা। বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের চকজালাল গ্রামে এই কর্মসূচি করা হয়। এই কর্মসূচিতে এলাকার বহু কৃষক অংশ নেন। কৃষকদের স্বার্থে নানা দাবি নিয়ে আগামী দিনে আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে। এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার আউটিনা শাখার সম্পাদক দিলীপ সরকার ও সভাপতি নীলকান্ত রায়। এছাড