স্থানীয় প্রশাসন ও বিধায়কের মদতে বেলডাঙ্গা চলছে প্রোমোটারী রাজ এমনই এক অভিযোগে সামিল হলো বেলডাঙার বড়ুয়ার মোড় মোড়ে সংলগ্ন এলাকার একটি কাঠের মিল মালিক সহ একাধিক ব্যবসায়ী ও শ্রমিকেরা। তাদের দাবি বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক পুলিশ প্রশাসনের মদদ নিয়ে বেশ কিছু প্রোমোটারদেরকে এই জায়গা হস্তান্তর করতে চাইছে আর এই বিষয় নিয়েই আজ বিবাদে সৃষ্টি হয়। চাঞ্চল্য ছাড়াই এলাকায় সেদিন দুপুরের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন এলাকার ব্যবসায়ীরা আসুন