ব্রাউন সুগার সহ এক যুবককে গ্ৰেফতার করল ফালাকাটা থানার পুলিশ। ধৃত কে আজ আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়েছে। গোপন সুত্রের খবরের ভিত্তিতে ফালাকাটা থানার পুলিশ ২০৩ গ্ৰাম ব্রাউন সুগার সহ মালদার কালিয়াচকের বাসিন্দা সামসের মিঞা কে গ্ৰেফতার করেছে। ধৃত কে আজ আলিপুরদুয়ার কোর্টে পাঠানো হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন এমনটাই জানা গেছে ফালাকাটা থানা পুলিশের কাছ থেকে।