এলাকাবাসীর দাবি মেনে হেমতাবাদের মহিপুর এলাকায় মাটির রাস্তা পাকা করার কাজের উদ্বোধন করলেন মন্ত্রী সত্যজিৎ বর্মণ। মঙ্গলবার বিকালে এই কর্মসূচি টি অনুষ্ঠিত হয়। ৭০০ মিটার মাটির রাস্তা পাকা করতে ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে এই রাস্তা পাকা করার দাবিতে ধানের চারা রোপণ করে বিক্ষোভ হয়েছিল। এর পরেই উদ্যোগ নিয়ে রাস্তা পাকার উদ্যোগ নেওয়া হয়।