হাড়োয়া ব্লকের হাড়োয়া পঞ্চায়েতের গোবেড়িয়া এফ পি স্কুলে শনিবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অনুষ্ঠিত হল আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প এবং দশম পর্যায়ের দুয়ারে সরকার শিবির।হাড়োয়া পঞ্চায়েতের ১৯৫/১৯৬/১৯৭ নম্বর বুথের জন সাধারণের নিয়ে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প। উপস্থিত ছিলেন হাড়োয়ার বিডিও অতনু ঘোষ সহ অন্যান্যরা।