হাইলাকান্দিতে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির কার্য্যকর্তারা জেলাবাসীর উন্নয়নে সদায় সচেষ্ট রয়েছেন। জেলা সদরে আয়োজিত আজ বৃহস্পতিবার এক কার্য্যনির্বাহী সভায় এভাবে অভিমত প্রকাশ করেন জেলা সম্পাদক রবিজুল আলম লস্কর। এতে উপস্থিত ছিলেন এ সংস্থার কার্য্যকর্তারা। তারা ও এতে সহমত পোষণ করেন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ।