ধৃত অভিযুক্তের নাম মইদুল শেখ,বাড়ি মায়াপুর স্বরডাঙ্গা নজরুল পল্লী এলাকায়,গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে অভিযুক্তকে বামনপুকুর বাজার থেকে গ্রেফতার করে আজ দুপুরে চুরির মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ,সূত্রের খবর গত ৫ জুলাই মায়াপুর ইসকনের উল্টো রথযাত্রা উৎসব দেখতে ছোট শিশু পুত্রকে নিয়ে এক মহিলা দাঁড়িয়েছিলেন,ভিড়ের মধ্যে থেকে ওই মহিলার সন্তানের হাতে থাকা সোনার বালা চুরি হয়ে যায়,এরপর ৬ জুলাই ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করে।