ফাগুডোবা এলাকায় সংকোশ নদীতে তলিয়ে গেল এক যুবক। শুক্রবার দিনভর নদীতে তল্লাশি চালিয়েও তার কোনও খোঁজ মিলল না। জানা গিয়েছে, ওই যুবকের নাম বিপ্লব দেবনাথ। কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্য হলদিবাড়িতে তার বাড়ি। বৃহস্পতিবার দুই বন্ধু মিঠুন বর্মন ও শুভ বর্মনের সঙ্গে বিপ্লব জ্বালানি কাঠ সংগ্রহের জন্য ফাগুডোবা গিয়েছিল। ফেরার পথে ফাগুডোবা এলাকায় থাকা প্রাচীন একটি বড় গাছ তাদের চালির উপর ভেঙে পড়ে। ফলে তিনজন চালি ছেড়ে দিয়ে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করে।