ভিমরুলের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম গোবিন্দ পাহান(৪৫)। পেশায় রং মিস্ত্রী। বাড়ি বালুরঘাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল পল্লী এলাকায়। গতকাল বাড়িতে নোংরা আবর্জনা পরিষ্কার করছিল। সেই সময় জঙ্গলে থাকা ভিমরুলের বাসা ভেঙে যায়। ঘটনায় ৩০-৩৫ টি ভিমরুল কামড় দেয়। এদিকে ঘটনার সময় বাড়িতে বড় কেউ ছিল না। পরে তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির।