দামোদর নদের জলে ভাসতে থাকা এক বৃদ্ধার দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য চড়ালো কাঁকসায়।বৃদ্ধার নাম অনারী বিবি।বয়স আনুমানিক ৭৬ বছর।আজ দেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় কাঁকসা থানার পুলিশ।জানা গেছে গত ৫তারিখ থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন।তার বাড়ি কাঁকসার সিলামপুর এলাকায়।নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের সদস্যরা কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন।এর পরে আজ সকালে দামোদরের জলে মহিলার পোশাক পড়া পচা গলা দেহ পরে থাকতে দেখে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়।