বুধবার রাত দশটা নাগাদ কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় স্পেশাল ড্রাইভ চালালো কোচবিহার সদর ট্রাফিক ওসি। মূলত মদ্যপ অবস্থায় কেউ বাইক চালাচ্ছে কিনা সেই সমস্ত বিষয়গুলি চেক করা হয় সদর ট্রাফিকের উদ্যোগে। রীতি মতন মেশিন দিয়ে চেক করেন ট্রাফিকের আধিকারিকরা। পথ দুর্ঘটনা বেড়াতে সচেষ্ট কোচবিহার জেলা ট্রাফিক পুলিশ।