মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশ পদদলিত চড়িলাম পুরান বাড়ি এলাকায়। দুর্গ পুজোর আগে রাজ্য সরকারের প্রধান সমস্ত ক্লাবগুলোকে নির্দেশ দিয়েছিলেন যাতে করে চাঁদা নিয়ে কোন ক্লাব জুলুমবাজি না করে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে পদদলিত করে চড়িলাম পুরান বাড়ি এলাকার নেতাজি সংঘ ক্লাব অসহায় এক চা বিক্রেতার কাছে পাঁচ হাজার টাকা পুজোর চাঁদা দাবি করে।