সুলকাপাড়া ডিপো অফিসের প্রাঙ্গণে একটি সভার মাধ্যমে খয়েরবাড়ি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি ও অফিস বিয়ারার এর নতুন কমিটি গঠন করা হল। এদিন পঞ্চায়েত সদস্য লতিফুল ইসলাম, মঞ্জুরুল হক, পঞ্চায়েত সমিতির সদস্য মাহমুদা খাতুন ও সুলপাড়া বিট অফিসার গজেন বর্মনের উপস্থিতিতে কমিটি গঠনের এই সভাটি করা হয়েছে। এদিনের এই সভায় ১৫ জনকে নিয়ে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর কমিটি গঠন করা হয়।