মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে গৌরাঙ্গ সেতু রোড ঘোষ পাড়ার কাছে,খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে নাদনঘাট থানার দক্ষিন শ্রীরামপুরের বাসিন্দা বিভাস গোলদার (৩৩) নামে যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক,অপরদিকে মালঞ্চপাড়া আম বাগানের বাসিন্দা পলাশ হালদার(৩৬)নামে যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়,সূত্রের খবর এদিন দুপুরে স্কুটিতে রেলগেটের দিকে আসছিল দুই যুবক।