ভাঙ্গনদের কাজের নামে বারংবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছিল এলাকাবাসী। শংকরটোলা ঘাটের নদী পাড়ে ভাঙ্গন আটকাতে যে কাজ নিয়ে খোদ বিধায়ক সাবিত্রী মিত্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবারে কম পরিমাণ মাটি ভরে বস্তাজাতে নদী পাড়ে ফেলা না হয় তাই এলাকাবাসীর মাপ যোগ করার পরেই সেলাই করতে দিচ্ছেন এবং তারপর সেই বস্তা নদী পাড়ে ফেলে ভাঙ্গন আটকানোর কাজ করা হচ্ছে। কোনভাবে সরকারি কাজে দুর্নীতি বরদাস্ত করা হবে না প্রশাসন সহ বিধায়িকার নির্দেশ দেওয়ার পর গ্রামবাসীরা তৎপর।