বেলডাঙা চক্রের ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে আজ শিক্ষক দিবস পালিত হলো এক অন্য রকম আবহে। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থনা সভার মধ্য দিয়ে দিনের সূচনা হয়। জাতীয় সঙ্গীত, স্বাস্থ্যবিধান গান, খবর পাঠ, ‘পঞ্চব্রত’ এবং বাল্যবিবাহ প্রতিরোধ শপথ পাঠের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানকে এক নতুন মাত্রা দেয়। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনে