আজ ২৭ শে আগস্ট আনুমানিক সকাল ১১ টা নাগাদ ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো “আমাদের পাড়ায়, আমাদের সমাধান” কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কোর কমিটির সদ্য সদস্য রবি মুর্মু। এছাড়াও ইলামবাজার ব্লকের প্রশাসনিক আধিকারিকরা অংশ নেন। স্থানীয় মানুষের নানা সমস্যা শোনা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।