কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, শিলদা ,বিনপুর সহ ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকায় বিজেপির পথ অবরোধ ও প্রতিবাদ। মঙ্গলবার বিকেল নাগাদ বিনপুর ১ মন্ডল বিজেপির পক্ষথেকে শিলদাতে পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হন বিজেপির নেতা কর্মীরা। জানা গেছে কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দুর কনভয়ের গাড়িতে হামলা চালানো হয়। কনভয়ে থাকা গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। প্রতিবাদে এদিন শিলদা বিনপুর সহ ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকায় পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হন বিজেপির নেতা কর্মীরা।