প্রায় ৯ বছর পর আদালতের নির্দেশে রবিবার রাজ্যে শুরু হলো SSC শিক্ষক নিয়োগের পরীক্ষা। রায়গঞ্জ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ও বিশাল পুলিশ বাহিনী। সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান, সকাল পৌনে বারোটার পর আর প্রবেশের অনুমতি নেই এবং সবকিছু প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে চাকরিহারা শিক্ষক জিয়ারুর রহমান জানান, তিনি যোগ্য হওয়া সত্ত্বেও আবারো পরীক্ষায় বসতে বাধ্য হচ্ছেন।