পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম। এখানকার সাধারণ এক ঘরের ছেলে শেখ সাইফুল ইসলাম। তবে গান-বাজনার জগতে তিনি পরিচিত ‘সুফিয়ান সাফু’ নামে। ছোটবেলা থেকেই গানের প্রতি অগাধ টান। বাবা সান্টু শেখ এবং মা টগর বিবির অকৃত্রিম সমর্থনকে পুঁজি করেই তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন নিজের গানের ভুবন।