বাঁধ ভেঙ্গে বন্যায় প্লাবিত হয়েছিল ভুতনি থানায় এলাকা। তবে জল ইতিমধ্যেই নেমেছে। এরপর ভুতনির উত্তর চন্ডিপুরে একের পর এক রাস্তার কঙ্কালসার ছবি উঠে আসছে। গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিপদজনক হয়ে উঠেছিল রাস্তা। এই অবস্থায় গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে বাসের মাচা তৈরি করে দুই পাড়ের মানুষের যাতায়াতের সুবিধার উদ্যোগ গ্রহণ করলো। জোর কদমে গ্রামবাসীরা নিজেরাই চালাচ্ছে কাজ।