গত কুড়ি আগস্ট মাথাভাঙ্গার প্রাক্তন সিপিআইএমের নেতা এবং প্রাক্তন মন্ত্রী রিমেশ চন্দ্র ডাকুয়ার স্মরণসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা নজরুল সদনে। মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের মানুষ। এদিন স্মরণসভায় বিভিন্ন বক্তায় দীনেশচন্দ্র ডাকুয়ার জীবনী এবং তার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। এই স্মরণ সভায় প্রথমে দীনেশচন্দ্র ডাকুয়ার প্রতীকৃতিতে মাল্য দান করা হয় এবং পুষ্পর্গ অর্পণ করা হয়।