ওটিপি শেয়ার করে পাট বিক্রির ৩০ হাজার টাকা খোয়ালেন বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর জোড়া ব্রিজ এলাকার কৃষক সুরজিৎ মাহাতো। গ্যাসের ভর্তুকি টাকা পেতে গিয়ে খোয়া যায় তাঁর কষ্টার্জিত প্রায় ৩০ হাজার টাকা। জানা গিয়েছে, শুক্রবার রাতে অজানা নম্বর থেকে ফোনে গ্যাস ভর্তুকি নিয়ে বিভ্রান্ত করা হয় তাঁকে। বলা হয়, ভর্তুকি পেতে অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, ফোনে আসা ওটিপি জানাতে হবে। সুরজিৎ ওটিপি জানিয়ে দেন। এরপরই ছয় দফায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয় ৩০ হাজার টাকা।