আমেরিকা ছাড়া ভারত বর্ষে সম্ভব নয়। এক বিরল এবং মারাত্মক এসএমএ নামক রোগে আক্রান্ত শিশু। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৯ কোটি টাকার। হাতে সময় মাত্র একশো কুড়ি দিন অর্থাৎ মাত্র চার মাস। ছোট্ট আংশিকা কে নিয়ে অসহায় বাবা-মা ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। মারাত্মক এই রোগের নাম এসএমএ অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। জিনগত এই রোগের এই দেশে নেই চিকিৎসা পরিষেবা। যার ফলে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৯ কোটি টাকা।