নেতাজি সুভাষ রোডের বাসিন্দা ধৃত বিজয় হাড়ি ও অর্জুন মুসাহারকে সোমবার সকালে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পেশ করা হয় আদালতে,সূত্রের খবর ধৃত ২অভিযুক্তের বিরুদ্ধে ২০২১ সালের ৫ মে চুরির মামলা রুজু হয়,অভিযোগ সেই মামলায় দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় ২অভিযুক্তের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত,গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আজ সকালে অভিযুক্তদের তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পেশ করা হয় নবদ্বীপ আদালতে।