করিমপুর ২ নম্বর ব্লকের অধীন থানারপাড়া থানা প্রাঙ্গণে আজ আনুমানিক সকাল ১১ টা থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো. থানারপাড়া থানার ওসির উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়. ৮০ জন ডোনার মোট রক্ত দান করবে এই শিবিরে. উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি ও এসডিপিও তেহট্ট করিমপুর সিআই থানারপাড়া থানার ওসি ও থানারপাড়া থানার পুলিশ আধিকারিক ও সিভিক কর্মী পুলিশকর্মীরা. খুশি