হরিয়ানায় বসে পরিকল্পনা। সেই থেকে একটানা বারো বছরে ধরে মা চন্ডী দেবীর ভক্তদের সেবা করে আসছেন পরিযায়ী শ্রমিকেরা। ৩৫০ বছরের চাঁচলের রাজ আমলের পুজো পাহাড়পুর চন্ডী মণ্ডপে অষ্টমী তিথিতে জেলার কয়েক হাজার পুণ্যার্থী অঞ্জলি দিতে আসেন। সেই দিন ভান্ডারার আয়োজন করে এলাকার পরিযায়ী শ্রমিকেরা।এবারও পাহাড়পুর ভান্ডারা কমিটির উদ্যোগে সেই আয়োজনের প্রস্তুতি চলছে। ৫২ জন পরিযায়ী শ্রমিক মাথা পিছু ১১ হাজার টাকা চাঁদা দিয়ে সেই আয়োজন হচ্ছে এবার।এবছর ১৫ হাজার পুণ্যার্থীর সেবা