শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আলিপুরদুয়ার শহরে কোর্ট মোড় এলাকায় NBSTC আলিপুরদুয়ার ডিপো পরিদর্শন করে বিভিন্ন কাজের খোঁজ করলেন NBSTC চেয়ারম্যান পার্থ প্রতীম রায়।এদিন আচমকাই ওই ডিপো পরিদর্শন করেন পার্থ প্রতিম। ডিপোর গ্যারাজ ও অফিসে বিভিন্ন কাজ খতিয়ে দেখেন পার্থ প্রতিম।এছাড়াও বাস পরিষেবা কি কি রয়েছে সেই নিয়েও খোঁজ নেন।