চোলাই মদ বন্ধে এবার আবগারি বিভাগের কর্মীদের সঙ্গে পথে নামলেন স্থানীয় মহিলারাও। তারা এলাকায় চোলাই মদ বিক্রি নিয়ে মানুষকে সতর্ক করেন। বুধবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ আউশগ্রামের দেয়াসা, তকিপুর, সোমাইপুর সহ একাধিক জায়গায় এনিয়ে মানুষকে সচেতন করে প্রমিলা বাহিনী। চোলাই মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি এবং এই চোলাই কারবারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছে আবগারি বিভাগ।