প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে কাঁকসার দোমরা রামকৃষ্ণ আশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত হয়।এবছর কাঁকসার মাজুরিয়া গ্রামের বাসিন্দা সাড়ে ছয় বছরের অনিন্দিতা মুখার্জি কুমারী মা হিসেবে পুঁজিত হয়।স্থানীয়রা জানিয়েছেন,অনেকেরই বেলুর মঠে গিয়ে কুমারী পূজা দেখার সামর্থ ও সময় থাকে না।আবার সেখানের ভিড়ের জন্য কুমারী পূজা ভালো ভাবে দেখার সুযোগ মেলে না।তাই বহু মানুষ কাঁকসায় কুমারী পূজা দেখার জন্য ভিড় জমান।প্রায় ৫০ বছর ধরে এই আশ্রমে কুমারী পুজোর আয়োজন হয়ে আসছে।