মোহনভোগ ব্লক অধীন আনন্দপুর ভিলেজের ১ নং ওয়ার্ড এলাকায় রাতের আঁধারে দুই মালিকের রাবার গাছ ধ্বংস করে কিছু দুষ্কৃতীরা জানা যায় সিকি রায় দেববর্মা 2011 তে ছয় কানি টিলাভূমি পাট্টা পায় সেই পাট্টা জায়গায় রাবার বাগান লাগানো হয়। বহু কষ্টে দুই বছর ধরে গাছটিকে লালন পালন করে বড় করেন কিন্তু গতকাল রাতে কিছু দুষ্কৃতীরা তাহার রাবার বাগান কেটে ধ্বংস করে দেয়।