শুক্রবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, আর জি কর দুর্নীতি মামলার তদন্তে ডেপুটি মেয়রের বাড়িতে পৌঁছয় সিবিআই। সূত্রের খবর আজ দুই জন আধিকারিক অতীন ঘোষের বাড়িতে যান। অতীন ঘোষের এক কর্মী তাঁর বাড়ির নীচে অপেক্ষা করছিলেন। তাঁর সঙ্গে দেখা করে বাড়িতে ঢুকে যান সিবিআইয়ের ২ আধিকারিক। অতীন ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক।