শিক্ষক দিবস উপলক্ষে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন নলহাটি ৯ নম্বর ওয়ার্ডের ফুটবল ময়দানে। আজ শুক্রবার ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস।এই উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নলহাটি নিউ যুব সংঘ ১টি দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে নলহাটি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ফুটবল ময়দানে।আজ সকাল ১১ টা নাগাদ যার শুভ উদ্বোধন করলেন নলহাটির বিশিষ্ট সমাজসেবী তথা প্রযোজক ও অভিনেতা বাজন যাদব।ফিতে কেটে ও পায়ে ফুটবল মেরে করা হয় এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ।